হেডলাইটের আলোতে ঢাকা-আরিচায় যান চলাচল

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-20 18:26:51

ঢাকা-আরিচা মহাসড়কে শেষ মুহূর্তে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল থেকেই মানিকগঞ্জে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু এতেও থেমে নেই যান চলাচল। দ্রুত গতিতে গন্তব্যে যেতে মরিয়া যানবাহনগুলো। বৃষ্টিতে মহাসড়কে আলোর স্বল্পতা দেখা দেওয়ায় হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে যাচ্ছে যানবাহন চালকেরা।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের মুলজান এলাকায় এমন চিত্রই দেখা যায়।

যাত্রীবাহী দূরপাল্লার বাস, লোকাল বাস এবং প্রাইভেটকারের প্রচণ্ড চাপ রয়েছে মহাসড়ক এলাকায়। ঝুম বৃষ্টিতেও দ্রুত গতিতে ছুটে যাচ্ছে তারা। তবে মহাসড়কে দূরপাল্লার বাসের চেয়ে ব্যক্তিগত ছোট গাড়ি এবং লোকাল বাসের বেশি চাপ রয়েছে।

তবে বৃষ্টির কারণে বিপাকে পড়েছে দূরপাল্লার মোটরসাইকেল আরোহীরা। বৃষ্টিতে ভিজে কেউ কেউ গন্তব্যে গেলেও মহাসড়কের পাশের দোকানগুলোতে আশ্রয় নিয়েছে অনেকেই।

কুষ্টিয়ামুখী মোটরসাইকেল আরোহী ইমতিয়াজ আহমেদ জানান, বৃষ্টিতে মহাসড়ক ভিজে একাকার। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই নিরাপদ যাত্রার জন্য তার স্ত্রীকে নিয়ে অপেক্ষা করছেন। বৃষ্টি কমে গেলে আবার যাত্রা শুরু করবেন তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান বার্তা২৪.কমকে জানান, ঈদযাত্রার শেষ সময়ের চাপ একসঙ্গে পড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মহাসড়কে মানিকগঞ্জ জেলার ৩৬ কিলোমিটার এলাকায় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়ক জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা চলমান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর