ভোক্তা অধিকারের সেই উপপরিচালকের বদলি বাতিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-10 08:12:02

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর  মোহাম্মাদ শাহরিয়ারের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর জেলা শহরে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, তার বদলি ছিল একটি চলমান প্রক্রিয়া। তার কাজের উপর সন্তুষ্ট হয়ে সরকার ২৯ মে তাকে বদলি করে। তার প্রজ্ঞাপন জারি করা হয় সোমবার (৩ জুন) বিকেলে। এরসঙ্গে আড়ংয়ের অভিযানের কোনো সম্পর্ক নেই। তারপরও জনমনের সন্দেহ দূর করার জন্যই তার বদলি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, সাতশ ত্রিশ টাকার পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রির দায়ে রাজধানীর উত্তরায় জনপ্রিয় ব্র্যান্ড আড়ংয়ের ফ্ল্যাগশিপ আউটলেটে সোমবার  অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। জরিমানার পাশাপাশি সাময়িক সময়ের জন্য আউটলেটটি বন্ধ ঘোষণাও করেন।

এর কয়েক ঘণ্টা পরই আবার সেটি খুলে দেয়া হয়েছে। আর তারপরই মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে খুলনায় বদলি করা হয়।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক পদ থেকে সড়ক ও জনপথ অধিদফতরের এস্টেট ও আইন কর্মকর্তা পদে খুলনা জোনে বদলি করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর