মহাসড়কে স্বস্তি, চাপ নেই পাটুরিয়া ঘাটেও

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ, বার্তা২৪.কম | 2023-09-01 12:47:30

ঈদের বাকি আর মাত্র দুই বা তিন দিন। শেষ সময়ে ঘরমুখো মানুষের চাপে মুখরিত ঢাকা-আরিচা মহাসড়ক। যানবাহনের দীর্ঘ লাইন নেই পাটুরিয়া ফেরিঘাট এলাকাতেও। ঘাট এলাকায় আসা মাত্রই ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে যাত্রীবাহী বা ব্যক্তিগত ছোট গাড়িও।

সোমবার (৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কোথাও বড় ধরনের কোনো যানজট দেখা যায়নি। তবে এসি বাসে আগুনের ঘটনায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ধীরে ধীরে ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের দায়িত্বরত সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের নয়াডিঙ্গী, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুড়ি, বরংগাইল, টেপড়া ও উথুলী এলাকায় যাত্রী ওঠানামার কারণে কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন। এছাড়া মানিকগঞ্জ জেলার প্রায় ৩৬ কিলোমিটার অংশে কোনো রকমের দুর্ঘটনা বা যানজটের দেখা মিলেনি। ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে স্বস্তিতে বাড়ি যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা।

পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ থাকলেও বাড়তি ফেরি থাকায় সেগুলো নৌরুট পারাপার হচ্ছে অনায়াসে। ফেরিঘাট এলাকায় আসা মাত্রই নৌরুট পারের সুযোগ পাচ্ছে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীবাহী বাস।

তবে লঞ্চঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। বাড়তি লঞ্চের ব্যবস্থা থাকায় কোনো ভোগান্তি নেই। লঞ্চঘাট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘাটে বিআইডব্লিউটিএ এর পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ ও রোভার স্কাউটের কর্মীরা নিয়োজিত রয়েছে। যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়া।

আব্দুল জলির নামে এক যাত্রী জানান, মহাসড়কে কোনো ভোগান্তি নেই। অল্প সময়েই সাভার থেকে পাটুরিয়া ঘাটে এসেছেন তিনি। পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকার কারণে ঘাটে কোনো ভোগান্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আশিকুর রহমান জানান, এবারের ঈদ যাত্রা খুব স্বস্তির। কোথাও কোনো ভোগান্তি নেই। সব মিলিয়ে বেশ ভালোই হচ্ছে এবারের ঈদ যাত্রা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বার্তা২৪.কমকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেরামতে রয়েছে। খুব শিগগিরই সেটিও ওই বহরে যুক্ত হবে। ফেরিঘাট এলাকায় যানবাহনের কোনো সারি নেই। তাই ঘাট এলাকায় আসা মাত্রই গাড়িগুলো নৌরুট পারের সুযোগ পাচ্ছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বার্তা২৪.কমকে জানান, মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের কোনো দুর্ভোগ নেই। স্বস্তিতেই বাড়ি যেতে পারছে যাত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর