বগুড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-20 02:17:46

কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রোববার (২ জুন) দুপুরে বগুড়া শহরের সুত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু শান্ত (১০) ও রায়হান আলী (০৩)। তাদেরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, সুত্রাপুর বেলতলা এলাকার জাহিদ হোসেনের বাড়িতে বেড়াতে আসে তার বোনের মেয়ে শান্ত। রোববার দুপুরে বৃষ্টির মধ্যে শান্ত তার মামতো ভাই রায়হান আলীকে সঙ্গে নিয়ে একই এলাকার জনৈক আমিনুরের পরিত্যক্ত বাড়িতে আম কুড়াতে যায়। আম কুড়াতে গিয়ে সেখান থেকে খেলনা মনে করে দু’টি ককটেল কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে।

বাড়িতে সবার অজান্তে ঘরের মধ্যে ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু হাতের আঙ্গুল ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদেরকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘ককটেল দুটিতে কাঁচ অথবা লোহার স্প্লিন্টার ছিল না। এ কারণে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি। ঘটনার পর পুলিশ ওই পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে আর কোনো ককটেল পায়নি।’

এ সম্পর্কিত আরও খবর