টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-09-01 04:02:06

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক পাচারকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন রোহিঙ্গা বলে জানা গেছে। 

শনিবার (১ জুন) ভোরে টেকনাফ উপজেলার দমদমিয়ার কে কে খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার হ্নীলার রঙ্গিখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে আব্দুল গফুর (৪০) ও কেরুনতলী এলাকার মৃত শরীফ আহমেদের ছেলে মো. সাদেক (২৩)।

সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান বার্তা২৪.কমকে বলেন, দমদমিয়া খালের মুখ দিয়ে ইয়াবার একটি বড় চালান আসছে- এমন খবরে ভোরে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। বিষয়টি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ইয়াবা পাচারকারীরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি ছুড়লে তাদের অনেকে পিছু হটে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ওই দুই ইয়াবা পাচারকারীর মৃতদেহ ও লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও বলেন, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর