কক্সবাজারে ১৭০ পথশিশু পেল ডিসির ঈদ উপহার

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-09-01 21:49:25

কক্সবাজারে পথশিশুদের ঈদ উপহার দিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। শুক্রবার (৩১ মে) দুপুরে হিল ডাউন সার্কিট হাউজে প্রায় ১৭০ জন পথশিশুর মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানের আয়োজন করেন পথশিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবন’। সেখানে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক পথশিশুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পথশিশুরা সমাজে সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। দেশের উন্নয়ন অগ্রগতির মুহূর্তে তাদেরকে পিছিয়ে রাখার সুযোগ নেই। এজন্য জেলা প্রশাসন তাদের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। পথশিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে। তাদেরকে মূল ধারায় ফিরে এনে পড়াশোনার সুযোগ দেয়ারও চেষ্টা চলছে।

এ সময় আয়োজক সংগঠন ‘নতুন জীবনের’ সভাপতি ওমর ফারুক হিরু জানান, প্রায় সময়ই জেলা প্রশাসক মো. কামাল হোসেন পথশিশুদের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসেন। এর আগে দুম্বার মাংস, শীতবস্ত্র, খাবার, প্রতি ঈদে কাপড়সহ নানা ঈদ সামগ্রী এবং তাদের স্বাস্থ্য ও বিভিন্ন সহযোগিতার জন্য আর্থিকভাবেও নিয়মিত সহায়তা করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লুৎফুর রহমান আজাদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মোক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর