টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-31 15:47:42

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও ধারালো একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর পাড়ের গফুরের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বার্তা২৪.কমকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে, এমন খবরে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টিম। তাদের অবস্থান টের পেয়ে গুলি ছোড়ে মাদক পাচারকারীরা। পাল্টা গুলি চালায় বিজিবি। পরে ঘটনাস্থলে অজ্ঞাত এক পাচারকারীর মরদেহ পাওয়া যায়। বাকিরা গুলি করতে করতে পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর