টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ১ নম্বর ইয়াবা কারবারি সাইফুল নিহত

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-18 10:35:11

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেশের এক নম্বর ইয়াবা কারবারি হাজী সাইফুল করিম নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নয়টি এলজি, এক লাখ ইয়াবা ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোররাত ৩টার দিকে স্থানীয় নাফ নদীর স্থলবন্দর সংলগ্ন এলাকায় বন্দুকযুদ্ধ ঘটে। নিহত সাইফুল করিম টেকনাফের শীলবনিয়া এলাকার ডা. হানিফের ছেলে। দেশের ইয়াবার কারবারিদের তালিকায় তিনি এক নম্বরে ছিলেন।

পুলিশ জানায়, স্থলবন্দরের দক্ষিণ পাশে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসছে, এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশের একটি দল। পুলিশের অবস্থান টের পেয়ে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বার্তা২৪.কমকে বলেন, নিহত সাইফুলের বিরুদ্ধে প্রায় দুই ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে। ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম ইয়াবার বড় চালান আসে তার হাত ধরেই।

এ সম্পর্কিত আরও খবর