নির্মলেন্দু গুণের ‘কবিতাকুঞ্জ’

নেত্রকোনা, দেশের খবর

জিয়াউর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-09-01 08:12:06

বাংলা ভাষার অন্যতম কবি নির্মলেন্দু গুণ। কবিতাই তার ঘর-সংসার। দেশ-বিদেশে তার খ্যাতি অনেক। ‘হুলিয়া’ ও ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’- এর মতো অসংখ্য কালজয়ী কবিতা রচনা করে বাংলাদেশ ও বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তিনি। তবুও যেন দেশ ও দেশের মানুষকে দেওয়ার শেষ নেই কবির।

অনেক আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিজগ্রাম কাশবনে প্রতিষ্ঠা করেছেন ‘কাশবন উচ্চ বিদ্যালয়’ ও ‘রামসুন্দর পাঠাগার’। এবার তিনি নিজ জেলা নেত্রকোনা শহরে গড়ে তুলেছেন ‘বিশ্ব কবিতার বাসগৃহ’ স্লোগানে ‘কবিতাকুঞ্জ’ নামে একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। বিশ্বে এই প্রথম ‘কবিতাকুঞ্জ’ নামে শুধু কবিতা বিষয়ক একটি বৃহৎ প্রতিষ্ঠান গড়ে উঠল। কবিতাকুঞ্জের মূল উদ্দেশ্য - বিশ্বের সব ভাষার কবিদের কাব্যগ্রন্থ সংগ্রহ করা, গবেষণা করা এবং সব ভাষার কবিদের কবিতাকে একত্র করে তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।

জানা গেছে, ২০১৬ সালে কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কারের সম্মনী দিয়ে নেত্রকোনা জেলা শহরের মালনী এলাকায় মগড়া নদীর তীরে আট শতাংশ জমির ওপর কবিতাকুঞ্জ গড়ে তোলেন। প্রথমে কবি নিজের অর্থ ব্যয় করে প্রতিষ্ঠানটির কাজ শুরু করলেও পরে অর্থ সহায়তা করেছেন অনেকেই। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচিতি পেতে শুরু করেছে।

কবিতাকুঞ্জের গ্রন্থাগারিক মাহমুদুল হাসান খোকন বার্তা২৪.কম-কে বলেন, ‘কবিতাকুঞ্জ দর্শনে আসেন দেশ-বিদেশের অনেক কবি এবং স্থানীয় কবিতাপ্রেমীরা। যাদের মধ্যে রয়েছেন- স্থানীয় কবি, স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে। বর্তমানে কবিতাকুঞ্জে নব্বইটি ভাষার প্রায় দুই হাজারেরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন ভাষার প্রায় ৭০ জন বিখ্যাত কবির ফ্রেমে বাঁধাই করা ছবি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে বিশ্বের সব ভাষার কবিদের কাব্যগ্রন্থ সংগ্রহ করা হবে। কবি-সাহিত্যিকরা কবিতাকুঞ্জে সংরক্ষিত বিভিন্ন ভাষার বই পড়তে ও কবিতাকুঞ্জ পরিদর্শনে আসেন।’

কবিতাকুঞ্জ পরিদর্শনে আসা নেত্রকোনা শহরের বাসিন্দা আবু হিশাম ও মেহেদী হাসান বার্তা২৪.কম-কে বলেন, ‘কবিতাকুঞ্জে বিশ্বের বিভিন্ন ভাষার কবিদের অনেক দুর্লভ বই রয়েছে। যা আমদের পক্ষে সংগ্রহ করে পাঠ করা অসম্ভব। কিন্তু এখানে খুব সহজেই এসব বই পড়া যায়।’

স্থানীয় কবি এনামূল হক পলাশ ও শিমুল মিল্কী বার্তা২৪.কম-কে বলেন, ‘শুধু কবিতা সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জ বিশ্বে এটাই প্রথম। নেত্রকোনার মতো একটি মফস্বল শহরে কবিতাকুঞ্জ প্রতিষ্ঠা করায় আমরা নির্মলেন্দু গুণের প্রতি কৃতজ্ঞ।’

স্থানীয় লোকসাহিত্য গবেষক, ছড়াকার ও সাংবাদিক সঞ্জয় সরকার বার্তা২৪.কম-কে বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনের আদলে কবিতাকুঞ্জ গড়ে তোলা হয়েছে, যা ব্যতিক্রমী উদ্যোগ। এ জন্য আমরা গর্বিত।’

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল বার্তা২৪.কম-কে বলেন, ‘কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠা করা কবিতাকুঞ্জ কবিতা প্রেমীদের মাঝে খুবই জনপ্রিয়। তাছাড়া জায়গাটি পর্যটন কেন্দ্র হিসাবেও গড়ে উঠতে পারে। সরকার চাইলে এ প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আরও এগিয়ে নিতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর