চাঁদপুর ফেরিঘাটে মাসিক রাজস্ব কোটি টাকা ছাড়িয়েছে

চাঁদপুর, দেশের খবর

মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপর | 2023-08-24 21:02:29

সড়ক সংস্কার হয়েছে, যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে। কিন্তু পাঁচটি ফেরি থেকে এখন আছে চারটি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য চাঁদপুর-শরীয়তপুর ফেরি রূটে সরকারি রাজস্ব আদায় বেড়ে এখন মাসে কোটি টাকা ছাড়িয়েছে।

তিন দিনের একটি পরিসংখ্যনে দেখা গেছে, এই ফেরিঘাট দিয়ে ৬৪১টি ছোট বড় যানবাহন পার হয়েছে। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ১০ লাখ ৫১ হাজার ৮৬৯ টাকা। যা দৈনিক প্রায় সাড়ে তিন লাখের উপরে। ঈদ-উল ফিতর উপলক্ষ্যে এই রূটে ফেরি সার্ভিস ভাড়ানো হলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের দাবি।

বুধবার (২৯ মে) সকালে চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের চাঁদপুর অংশে হরিণাঘাটে দিয়ে দেখা গেছে, স্বাভাবিক নিয়মে যানবাহন পার হচ্ছে। প্রতি ১০ থেকে ১৫ মিনিট পর ওয়ে ব্রিজ স্কেল দিয়ে গাড়ির ওজন পরিমাপ হচ্ছে এবং রাজস্ব আদায় হচ্ছে।

জানা গেছে, চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে চট্টগ্রাম থেকে বেশি যানবাহন আসে। এর মধ্যে মালবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এছাড়াও চট্টগ্রাম থেকে যশোর ও খুলনার কয়েটি বাস ট্রান্সপোর্ট নিয়মিত আসা যাওয়া করে। পূর্বে এই রূটের চাঁদপুর ও শরীয়তপুর অংশে সড়ক মেরামত না করায় যানবাহন পার হওয়ার সংখ্যা ছিল খুবই কম।

কিন্তু গত বছর সড়ক সংস্কার ও প্রশস্ত করায় যানবাহনের সংখ্যা বেড়েছে। যার কারণে অনেক যানবাহন ঢাকা হয়ে অন্য ফেরি দিয়ে না পার হয়ে চট্টগ্রাম থেকে ফেনি ও লক্ষীপুর জেলা দিয়ে চাঁদপুরে আসে এবং খুব দ্রুত সময়ে ফেরি পার হয়।

বিআইডব্লিউটিসি চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, এই ফেরিঘাট দিয়ে ২৫ মে ২২৭টি গাড়ি পার হয়, রাজস্ব আদায় হয় তিন লাখ ৭৬ হাজার ৪৬৪ টাকা। ২৬ মে পার হয় ২২৩টি গাড়ি, রাজস্ব আদায় হয় তিন লাখ ৫৭ হাজার ১০০ টাকা। ২৭ মে পার হয়েছে ১৯১টি গাড়ি, রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ১৮ হাজার ৩০৫ টাকা। গড়ে এখন প্রতি মাসে রাজস্ব আদায় হচ্ছে এক কোটি থেকে সোয়া এক কোটি টাকা। রমজানের পূর্বে পাঁচটি ফেরি ছিল কিছু দিন। তখন প্রতিদিন রাজস্ব আদায় হয়েছে চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা। অন্য রূটে ফেরি প্রয়োজন হওয়ায় একটি ফেরি নিয়ে যাওয়া হয়েছে। এখন চারটি ফেরি চলাচল করছে।

এদিকে ঈদ-উল ফিতর উপলক্ষে ফেরিঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বেড়েছে। নৌ-পুলিশের পাশাপাশি চাঁদপুর মডেল থানা পুলিশ টহল জোরদার করেছে। ঈদের আগে ও পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে ফেরিঘাটের তত্ত্বাবধায়ন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী।

বিআইডব্লিউটিসি চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বলেন, ‘সড়ক ও ফেরি সার্ভিসের মান বৃদ্ধি পাওয়ায় রাজস্ব বেড়েছে। গত ছয় মাস পূর্বেও প্রতিদিন রাজস্ব আদায় হয়েছে এক লাখ থেকে সোয়া লাখ টাকা। এখন আদায় হচ্ছে সাড়ে তিন লাখ থেকে পৌনে তিন লাখ টাকা। আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি। ফেরির দুই পাড়ের সড়কগুলো ভাল থাকলে এবং মেরামত করে রাখলে সরকারি রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে।’

এ সম্পর্কিত আরও খবর