বড়াল নদী থেকে বালু উত্তোলনকারীকে জরিমানা

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-30 19:59:41

নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা দিয়ে প্রবাহিত বড়াল নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আগামীতে বালু উত্তোলন বন্ধে তাকে সতর্ক করা হয়।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) উম্মুল বানীন দ্যুতি। তিনি এ জরিমানা করেন।

উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন পয়েন্টে বড়াল নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন অভিযুক্ত মোস্তাফিজুর। পরে তাকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আরও পড়ুন: নাটোরের বড়াল নদীতে বালু উত্তোলন, ভাঙনের শঙ্কা

এ সম্পর্কিত আরও খবর