ভারতে পাচার তিন কিশোরকে বেনাপোলে হস্তান্তর

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-30 18:17:41

ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন বাংলাদেশি কিশোরকে বাংলাদেশে ফেরত ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

পরবর্তীতে আনুষ্ঠানিকতা শেষে ওই তিন কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর রাইটস নামে একটি এনজিও তাদের গ্রহণ করে।

তিন কিশোর হলেন, চট্রগ্রামের আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন(১৬), বরিশালের হাবিবুল সরদারের ছেলে রমজান সরদার(১৭) ও বাগেরহাটের মুজিবুর রহমানের ছেলে নয়ন ফরাজী(১৪)।

জানা যায়, সংসারে অভাব অনটনের কারণে দুই বছর আগে ভালো চাকরির আশায় দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে তারা ভারতের দিল্লিতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে সেখানকার একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

পরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে দেশে ফেরত পাঠানো হয়। 

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কম-কে বলেন, পাচারের শিকার কিশোরদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর