গোপালগঞ্জে এসিআই’র ভেজাল লবণ ধ্বংস

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-20 02:36:02

আদালত কর্তৃক 'নিষিদ্ধ' ৫২ পণ্যের বিরুদ্ধে অভিযানকালে গোপালগঞ্জে ৬১ কেজি ভেজাল এসিআই লবণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এছাড়া শহরের একটি চানাচুর ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা অনিয়মের দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৭ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, আদালত কর্তৃক নিষিদ্ধ ৫২টি পণ্য প্রত্যাহার করার আদেশ বাস্তবায়নের জন্য শহরের বিভিন্ন দোকানে তদারকি করে ৬১ কেজি এসিআই লবণ জব্দ ও স্পটে ধ্বংস করা হয়। এছাড়াও সদর উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে মেসার্স অপূর্ব চানাচুর ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি এবং পোড়া মবিল ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৩ ধারায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর