এই সড়কে ভোগান্তিতে পড়বে ঈদযাত্রীরা!

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-29 13:53:37

নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়ক। সড়কটির ছয় কিলোমিটার জুড়ে বেহাল দশা। কেন্দুয়া ও মদন এ দুই উপজেলাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তা এটি। কিন্তু সড়কটির বেহালদশার কারণে ওই দুই উপজেলার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসছে ঈদে ভোগান্তি আরও বাড়বে।

দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে প্রতিদিন কেন্দুয়া-মদন দুই উপজেলার নারী, পুরুষ, শিশু, রোগী, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাস, সিএনজি, অটোরিকশা এবং মোটরসাইকেলে যাতায়াত করছে।

জানা গেছে, কেন্দুয়া থেকে মদন এবং মদন থেকে কেন্দুয়া হয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য হাওর এলাকার মানুষের একমাত্র সড়ক এটি। তাই এ সড়কে যানবাহনের চাপও কিছুটা বেশি।

সড়কটি কেন্দুয়া উপজেলা সদর থেকে পার্শ্ববর্তী মদন উপজেলার সীমানা খাঞ্জাইর খাল নামক স্থান পর্যন্ত ৬ কিলোমিটারের অধিকাংশ জায়গা জুড়েই কার্পেটিং, পাথর, ইট উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে এসব খানাখন্দ মরণ ফাঁদে পরিণত হয়।

সরেজমিন ঘুরে সড়কটির বেহালদশার চিত্র দেখা গেছে। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা হলে গোগ বাজার এলাকার ধান ব্যবসায়ী হাবিবুর রহমান, সার ডিলার জাহাঙ্গীর আলম, পথচারী বিল্লাল মিয়া জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রতিদিনই ছোট বড় যানবাহন আটকা পড়ে। পরে এলাকার লোকজন গিয়ে আটকে পড়া ওইসব যানবাহনকে গর্ত থেকে টেনে ওঠায়। আসন্ন ঈদ ও বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে।

ধান ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, সামনে ঈদ। আর ঈদ উপলক্ষে এ রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ি ফিরবে। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল আমিন জানান, ঈদে যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে সড়কটির যে যে স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাস্তাটি পুনর্নির্মাণের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর