টাঙ্গাই‌লে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার

টাঙ্গাইল, দেশের খবর

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 21:59:32

টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসরে পুলিশের অভিযানে একজনের মৃত্যুর ঘটনায় উপ-প‌রিদর্শক (এসআই) আবু তাহের, সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) আশরাফুল আলম এবং চার পু‌লিশ সদস্যকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

শনিবার (২৫ মে) তাদের প্রত্যাহার করা হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, শুক্রবার (২৪ মে) রাতের ওই অভিযানের পর নিহত ব্যবসায়ী আব্দুল হাকিমের (৫০) মৃত্যুর ঘটনায় এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল এবং চার পুলিশ কনস্টেবলকে গোপালপুর থানা থেকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে জুয়া খেলার আসরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে দৌঁড়ে পালানো স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাকিম মারা যান। এ ঘটনায় পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ এনে বিক্ষোভ করে এলাকাবাসী। রাত ১১টার দি‌কে টাঙ্গাইালের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থলে পৌঁছে পু‌লিশ সদস্যদের প্রত্যাহার করার ঘোষণা দেন। এর ক্ষান্ত হন বিক্ষুব্ধ এলাকাবাসী।

আরও পড়ুন: টাঙ্গাইলে পুলিশের অভিযানে মৃত্যুর অভিযোগ, এলাকাবাসীর বি‌ক্ষোভ

এ সম্পর্কিত আরও খবর