ঠাকুরগাঁওয়ে কৃষকদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪, ঠাকুরগাঁও | 2023-09-01 14:45:29

ধান, ভূট্টাসহ সব ধরনের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি নামক স্থানে সড়কে ধান ফেলে এ বিক্ষোভ করেন কৃষকরা। এ সময় সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হাবিব বাবু, কৃষক সমিতির নেতা এরশাদুল, সাইফুল প্রমুখ।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ধানের বিক্রয় মূল্য উৎপাদন খরচের থেকে কম হওয়ায় কৃষকরা মারাত্বক সঙ্কট ও ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিভিন্ন জায়গায় কৃষক নিজের ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছেন। নিরুপায় হয়ে কৃষকরা পথে নামে এসেছেন।’ তাই সরকারকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করে কষকে বাঁচানো অনুরোধ জানান বক্তরা।

এ সম্পর্কিত আরও খবর