পাকুন্দিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ | 2023-08-30 07:26:00

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ নান্দাইলের কাদিরপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল (৩০) ও গাজীপুরের কাপাসিয়ার বলধা এলাকার হেমেন্দ্র ছেলে সুশান্ত (২৮)।

স্থানীয়রা জানায়, গাজীপুরের কাপাসিয়া বলধা এলাকা থেকে পাঁচজন সিএনজি অটোরিকশায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় একটি পুকুরে মাছ শিকারের জন্য যাচ্ছিলেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জে মহাসড়কের থানারঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই সোহেল মারা গেছেন। অপর আহতদের চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে যাওয়ার পথে সুশান্ত মারা যায়। 

এর প্রতিবাদে ওই মহাসড়কে আশপাশের সাধারণ মানুষ সকল যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর