৪২ লাখ টাকার ইয়াবা ফেলে ভারতে চম্পট চোরাকারবারি

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-17 12:22:00

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪২ লাখ টাকা মূল্যের ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট ফেলে ভারতে পালিয়েছে চোরাকারবারি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে ১২ নং পাকা ইউনিয়নের কালুপুর মাঠে এ ঘটনা ঘটে।

৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াহেদপুর বিওপির একটি টহলদল হাবিলদার মো. আবদুল মান্নানের নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/১ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যান্তরে শিবগঞ্জ উপজেলার ১২ নং পাকা ইউনিয়নের কালুপুর মাঠ নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে টহলদল কর্তৃক ফাঁদ পেতে থাকলে অজ্ঞাত এক ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ বহন করে কালুপুর মাঠের মধ্য দিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকে।

এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৪২ লাখ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর