৫০ লিচুর স্থলে ৩৮, জরিমানা ১০ হাজার

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-30 22:24:53

১০০ টি লিচুর স্থলে রয়েছে ৭৫ টি। পরে ফেসবুকে সেই মনের আবেগ প্রকাশ করেন ক্রেতা। বিষয়টি নজরে আসে মানিকগঞ্জ জেলা প্রশাসনের।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে ওই বিষয়ে সত্যতা যাচাই করতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ফল বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান পরিচালনাকালে বাসস্ট্যান্ড এলাকার নুরু ফল ভান্ডার নামের একটি ফলের দোকান থেকে ৫০টি লিচু ক্রয় করেন এক ক্রেতা। পরে সেই লিচু গননা করে পাওয়া যায় ৩৮ টি। প্রতারণার মাধ্যমে ফল বিক্রির দায়ে লিচু বিক্রেতাকে জরিমানা করেন ১০ হাজার টাকা।

এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারের মিজান ফল ভান্ডারকে ২ হাজার টাকা এবং ফিরোজ হোটেল মালিককে ২ হাজার জরিমানা করে জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সম্পর্কিত আরও খবর