রোহিঙ্গাদের মতো সহযোগিতা পাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়রাও

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-10 23:26:05

বিদেশি সংস্থাগুলোর শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এসব সংস্থা নিরাপত্তাসহ ৫২ শর্ত দিয়েছে। তাদের দেয়া শর্ত পূরণের চেষ্টা করছে সরকার। যা পূরণ করে শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার বিশেষ মহড়া অনুষ্ঠানে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যে পরিমাণ সহযোগিতা পাচ্ছে, সে পরিমাণ সহযোগিতা পাবে স্থানীয় ক্ষতিগ্রস্তরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয়দের বিষয়ে অবগত আছেন।’

দুর্যোগ মোকাবিলার বিশেষ মহড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে। আজকের এই মহড়া তা প্রমাণ করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামসহ আরও অনেকে।

মহড়ায় ৬ শতাধিক সেনা সদস্য, ৩ শতাধিক বিভিন্ন সংস্থার কর্মী, একটি হেলিকপ্টার, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অংশ নেয়।

এ সম্পর্কিত আরও খবর