দুর্যোগ মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পে মহড়া

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-24 00:54:53

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পে আসন্ন বর্ষায় যে কোনো দুর্যোগ মোকাবেলায় মহড়া চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-১৭ এ মহড়া চালানো হয়। সেনাবাহিনীর তত্বাবধানে এ মহড়ায় সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন।

উখিয়া-টেকনাফের ৩০ টি ক্যাম্পের অধিকাংশ এলাকা পাহাড়ি হওয়ায় এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায়, হেলিকপ্টারে কিভাবে ক্ষতিগ্রস্তদের নিয়ে যাওয়া হবে, হতাহতদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড: এনামুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামালসহ আরও অনেকে।

এ সম্পর্কিত আরও খবর