মাতামুহুরী সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-25 04:57:25

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপরের সেতুর একটি অংশ দেবে যাওয়ায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। অবশেষে সংস্কার শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইদুজ্জামান।

তিনি জানান, বুধবার (২২ মে) মধ্যরাতে চকরিয়া পৌরসভা সংলগ্ন মাতামুহুরী নদীর সেতুর মাঝখানের একটি বড় অংশ আকস্মিক দেবে যায়। তারপর থেকে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘটনার পরপরই সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবহিত করা হলে তারা সংস্কার কাজ শুরু করে। কিন্তু কাজ শুরুর কিছুক্ষণ পর ভারী বর্ষণের কারণে কাজে বিলম্ব হয়। সংস্কার শেষে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, এ সেতু বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে কক্সবাজারমুখী মানুষগুলো। বিকল্প সড়ক হিসেবে বাঁশখালী-পেকুয়া হয়ে যানবাহনগুলো চলাচল করেছিল।

এ সম্পর্কিত আরও খবর