ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন যুবক

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-22 22:34:42

ভারতে ২৫ মাস সাজাভোগ করে দেশে ফিরেছেন পাবনার মনিরুজ্জামান (৩৫) নামের এক যুবক।

বুধবার (২২মে) বিকেলে বুড়িমারী সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে তাকে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি রাসেদুল ইসলাম রাসেদের কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরত আসা মনিরুজ্জামান পাবনা জেলার সাথিয়া উপজেলা চরপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

পুলিশ জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৭ সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে। পরে তাকে আদালতের বিচারে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তাকে দেশে ফেরত দেয় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

ভারতীয় ইমিগ্রেশন পুলিশের এস আই নাজির নারী বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাজাপ্রাপ্ত মনিরুজ্জামান বলেন, 'কাজের সন্ধানে ভারতে গিয়ে বিএসএফের কাছে আটক হই। এরপরে ভারতীয় আদালতের দেওয়া আদেশে ২৫ মাস জেল খেটে আজ ফিরলাম।'

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ রাসেদুল ইসলাম রাসেদ বলেন, 'ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মনিরুজ্জামানকে বুড়িমারী জিরো পয়েন্টে হস্তান্তর করেছে। মনিরুজ্জামান পরিবারকে জানানো হয়েছে। তারা এলেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে দেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর