লালমনিরহাটে ধান কেনা শুরু

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-28 18:51:11

লালমনিরহাটে সরকারিভাবে বোরো ধান কেনা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে সদর উপজেলার কালিবাড়ী এলএসডি গুদামে জেলা প্রশাসক শফিউল আরিফ এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিধূভূষণ রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এস এ হামিদ বাবু প্রমুখ।

একেই সাথে জেলার পাঁচটি উপজেলায় ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন জানান, এ বছর পাঁচ উপজেলার কৃষকদের কাছ থেকে এক হাজার ৪৯৩ মেট্রিক টন ধান এবং চাল সংগ্রহ করা হবে ১০ হাজার ৭৩১ মেট্রিক টন। এতে প্রতি ২৬ টাকা কেজি দরে ধান কেনা হবে। এ বছরের বোরো সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উপজেলা ধান ক্রয় কমিটি কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে ধান কিনবেন। তবে উপজেলা কমিটি ধান ক্রয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ সম্পর্কিত আরও খবর