কুড়িগ্রামে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে বিএনপির স্মারকলিপি

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-18 20:58:09

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন দলটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের প্রাণ কৃষকের হাহাকার বন্ধ করা না গেলে তারা উৎপাদন বন্ধ করে দেবে। আর তাতে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। এজন্য ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন দেশের বাইরে থাকায় পক্ষে সিএ (গোপনীয় সহকারী) আল আমিন স্মারকলিপি গ্রহণ করেন। পরে সেটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমানের কাছে পৌঁছানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক রফিয়াল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সহ-সভাপতি জুয়েল আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর