ধানের ন্যায্য মূল্যের দাবিতে ঝালকাঠিতে বিএনপির স্মারকলিপি

ঝালকাঠি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি | 2023-08-30 07:15:47

কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রদান, পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি প্রদানসহ নয় দফা দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ মে) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হাসান, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল্য খরচের চেয়ে অনেক গুণ কম পাচ্ছেন কৃষকরা। ধানের ন্যায্য মূল্য দিতে হবে সরকারকে। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানাই।

এ সম্পর্কিত আরও খবর