ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ    

টাঙ্গাইল, দেশের খবর

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-25 15:50:07

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ক‌রে‌ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সোমবার (২০ মে) দুপু‌রে সহকা‌রী ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মইনুল হকের নেতৃ‌ত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সরকারি জমি দখল করে গড়া বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ছবি: বার্তা২৪.কম



জানা গে‌ছে, অভিযানের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকার এক‌টি তিনতলা ভবন, এক‌টি দোতলা ভবন, দু’টি আধাপাকা ও বেশ ক‌য়েক‌টি টিন শে‌ড ঘর ভে‌ঙে ফেলা হয়েছে। এর আগে সরকারি জমি দখল করে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা স‌রি‌য়ে নি‌তে এলাকায় মাই‌কিং করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। কিন্তু দখলকারীরা তাতে কর্ণপাত করেননি।

এদিকে, জামু‌র্কি এলাকার ক্ষ‌তিগ্রস্তরা জানান, সড়ক ও জনপথ কর্তৃপক্ষ স্থাপনা সরি‌য়ে নি‌তে কোনো সময় দেয়‌নি। উ‌চ্ছেদের আগের রা‌তে জানানো হ‌য়ে‌ছে তা‌দের।

সরকারি জমি দখল করে গড়া বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ছবি: বার্তা২৪.কম



সড়ক ও জনপথ বিভা‌গের ডেপু‌টি প্র‌জেক্ট ম্যা‌নেজার নও‌য়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়‌কের পা‌শের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু হ‌য়ে‌ছে। মহাসড়‌কের উন্নয়ন কা‌জের স্বা‌র্থে সরকা‌রি জ‌মি‌তে থাকা এসব অবৈধ স্থাপনা ভে‌ঙে ফেলা হ‌চ্ছে।

এ সম্পর্কিত আরও খবর