নাটোরে রেলের ২১০০ লিটার তেলসহ গ্রেফতার ৪

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-31 15:11:28

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন থেকে রেলের ২ হাজার ১০০ লিটার চোরাই তেলসহ ৪ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২ ও নাটোর ক্যাম্পের সদস্যরা।

এ সময় চোরাই তেল বিক্রয়ের ৬৬ হাজার টাকা ও তেল পরিবহনের কাজে নিয়োজিত দুইটি নসিমন জব্দ করা হয়।

সোমবার (২০ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে র‌্যাব-৫ ও নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দশ ড্রাম ও চার জারিকেন ভর্তি ২ হাজার ১০০ লিটার রেলের চোরাই তেলসহ ৪ জনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন, লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম রাজিব (৩২), পোকন্দপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে লালন (৩২), গোসাইপুর এলাকার শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী (৪৮) ও মৃত পলানের ছেলে মাখন (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত চারটি মোবাইল, ৫টি সিম কার্ড ও ২টি মেমোরি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসান ৪ চোরাকারবারি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত চোরাই তেল বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ সম্পর্কিত আরও খবর