মালয়েশিয়ায় পাচারকালে পাচারকারীসহ ২২ রোহিঙ্গা আটক

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, টেকনাফ(কক্সবাজার) | 2023-08-24 16:20:06

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পাচারকারী চক্রের পাঁচ সদস্যসহ ২২ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়ান্দা) লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে একদল পাচারকারী চক্র নৌকায় করে মালয়েশিয়া পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন দক্ষিণ বিচ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারী পাঁচ সদস্য, সাত জন নারী ও ১০ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটককৃতদের সেন্টমাটিন থেকে টেকনাফ আনা হয়েছে।  পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্থান্তর করে মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে। আটক রোহিঙ্গা নারী, পুরুষদের নিজ নিজ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর