নানা আয়োজনে বান্দরবানে বুদ্ধপূর্ণিমা পালিত

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান | 2023-08-24 09:48:11

বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে বুদ্ধপূর্ণিমা উৎসব। দিবসটি উপলক্ষে শনিবার (১৮ মে) সকালে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন বান্দরবান বোমাং সার্কেল চিফ রাজা বোমাংগ্রী উচপ্রু চৌধুরী, বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী, রাজপুত্র নুমং প্রু সহ দায়ক দায়িকা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

শোভাযাত্রার পর বৌদ্ধ ধর্মাবলম্বীরা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ভিক্ষুদের ছোয়াইং দান করেন। বিহারের সামনে শতবর্ষী বোধিবৃক্ষের চারদিকে সারিবদ্ধভাবে প্রাতঃভ্রমণ করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। চন্দন কাঠের ও ঝরণার পবিত্র পানি উৎসর্গ করেন তারা।

কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ছাড়াও বান্দরবানের রাজগুরু বিহার, বৌদ্ধ ধাতু স্বর্ণজাদী, রামাজাদী বৌদ্ধ বিহার, রাজগুরু বৌদ্ধ বিহার, সার্বজনীন বৌদ্ধ বিহারসহ বৌদ্ধ ক্যায়াংগুলোতে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং দান এবং গৌতম বুদ্ধে স্মরণে ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জেলার সাত উপজেলায়ও পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, ধর্ম সভাসহ নানা আনুষ্ঠানিকতায় বৌদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিনকে ঘিরে বান্দরবানের পাহারি পল্লীগুলো সেজেছে নতুন সাজে।

এ সম্পর্কিত আরও খবর