৯৯ টাকায় সেহেরি

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-09-01 09:29:54

৯৯ টাকায় সেহেরির ব্যবস্থা করেছে কুষ্টিয়ার মৌবন হোটেল কর্তৃপক্ষ। জেলায় এবারই প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরির আইটেম চালু করেছে তারা। স্বাদের পাশাপাশি খাবার শেষে চায়ের কাপে চুমুক এনে দেবে তৃপ্তি।

এ হোটেলে খাবারের তালিকায় রয়েছে, সাদা ভাতের সঙ্গে মুরগি ভুনা, আলু ভর্তা, ডাল ভর্তা, মুগ ডাল এবং সালাদ।

কুষ্টিয়া শহরের মৌবন একটি সুপ্রতিষ্ঠিত খাবার প্রতিষ্ঠানের নাম। দেড় যুগ ধরে কুষ্টিয়াসহ শহরবাসীকে মিষ্টির পাশাপাশি নিত্যনতুন খাবারের স্বাদ দিতেই তাদের কোনো বিকল্প নেই। রাত আড়াইটা থেকে সেহেরির আগ মুহূর্ত খাবারের ব্যবস্থা করেছে মৌবন কর্তৃপক্ষ।

আব্দুল কুদ্দুস নামের একজন জানান শহরের একটি বিল্ডিংয়ের কাজ দেখাশোনার জন্য এসেছেন। তার সঙ্গে আছেন আরও পাঁচজন। রোজা রাখতে তারা সেহরি খাওয়া নিয়ে ছিলেন দুশ্চিন্তার মধ্যে। কিন্তু এখানে সেহেরি খেতে পেরে বড় তৃপ্তি পান। একই সঙ্গে ইফতারের পরবর্তী খাবারও এখানে খেয়ে থাকেন।

তিনি জানান, খাবারের মান ও স্বাদ বেশ ভালো। পাশাপাশি সাশ্রয়ীও বটে।

মৌবনে খেতে আসা সাদাত হোসেন নামে একজন বার্তা২৪.কমকে বলেন, ‘এই প্রথম এখানে সেহেরি আয়োজন করেছে। তাই আমরা মাঝে মাঝে বন্ধু-বান্ধব মিলে সেহেরি খেতে আসি। তাছাড়া দামেও বেশ সাশ্রয়।’

মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররফ ফুল বকুল বার্তা২৪.কমকে বলেন, ‘কুষ্টিয়া শহরবাসীর কথা বিবেচনায় রেখে আমরা মাত্র ৯৯ টাকাতে এই খাবারের ব্যবস্থা করেছি। ব্যবসায়ীক মনোভব নয়, সেবার প্রত্যাশায় আমাদের এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘পুরো রমজান জুড়েই থাকবে এই খাবারের আয়োজন। তবে এবারই প্রথমবার হাওয়াতে এটা সাধারণভাবে আসতে শুরু করেছে। আগামীতে আরও ক্রেতাসাধারণ বাড়বে বলে আশা করেন তিনি।’

এ সম্পর্কিত আরও খবর