বেনাপোল সীমান্তে ১৪ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-30 09:11:59

বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৪ অনুপ্রবেশকারী বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৬মে ) সন্ধ্যা ৭টায় ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল সীমান্তের এমপি মার্কেট এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন- যশোরের বেনাপোল মুন্নাব নকিবের ছেলে হাসান মোল্লা (২৩), লাল মিয়ার ছেলে কবির হোসেন (২২), আজিজ খানের ছেলে জলিল খান (৩৪), মান্নান ফরাজির ছেলে কামরুল (২২), আবুল মাতব্বরের ছেলে রফিকুল রহমান (২৭), শফিউদ্দীনের ছেলে বাদশা (২৩), আব্দুল মাতব্বরের ছেলে রফিকুল (২৫), হাতেম জয়াদ্দারের স্ত্রী হোসনে আরা (৪৪), বাদশা বিশ্বাসের স্ত্রী মাজেদা (৩৫), মিজান মাতব্বরের মেয়ে সালমা (২২), সলেমান হাওলাদারের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), মুক্তার শেখের ছেলে রবিউল হাসান (২২) ও মোজাহার আলীর ছেলে শহিদুল (৩৪)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে অবৈধভাবে একদল বাংলাদেশি সীমান্ত পার হচ্ছে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারত প্রবেশের চেষ্টাকালে ধাওয়া করে তাদের আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে জানান, আটকদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর