গুদামে পচা গম সংগ্রহে ছাত্রলীগ-যুবলীগের বাধা

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-25 23:07:41

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের কাছ থেকে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের পর পচা গম সংগ্রহ করা হচ্ছে এমন অভিযোগে তা বন্ধ করে দেয় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এর আগে বুধবার (১৫ মে) দুপুরে শিবগঞ্জ খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উদ্বোধনী কার্যক্রম শেষে বিকাল সাড়ে ৩টার দিকে খাদ্য গুদামের সামনে ট্রলি ভর্তি পচা গম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রলীগ ও যুব লীগের কর্মীরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান।

এ সময় শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভের প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে আসেন সংসদ সদস্য ডা. শিমুল।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, ‘একজন কৃষকের কাছ হতে ৩ টনের বেশি গম সংগ্রহ করা যাবে না, শিবগঞ্জ উপজেলার বাইরের কোনো কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করা হবে না। এছাড়া নষ্ট কিংবা পচা গম সংগ্রহ থেকে বিরত থাকতে হবে।’

গম সংগ্রহ কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের সাথে ঠিকাদারদের হট্টগোল দেখা দেয়/ ছবি: বার্তা২৪.কম

শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা অভিযোগ করে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কৃষকদের কাছ হতে পরিষ্কার গম সংগ্রহ করতে হবে। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করে একজন ব্যক্তির মাধ্যমে পচা ও দুর্গন্ধযুক্ত গম দেওয়ার চেষ্টা করে।’

এদিকে এ অভিযোগ অস্বীকার করে গম সরবরাহকারী সাইফুল ইসলাম মিটুল বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী গম সরবরাহ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা কোনো কারণ ছাড়াই বিক্ষোভ করে গম সরবরাহ বন্ধ করে দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক জানান, ‘ইউএনও স্যারের পরামর্শে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের কিছুক্ষণ পর আপাতত গম সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। গম সংগ্রহে কোন অনিয়ম হয়নি।’

চলতি মৌসুমে চাপাইনবাবগঞ্জে কৃষকদের কাছ থেকে এক হাজার ১৭৭ টন গম ও ৫১৭ টন চাল সংগ্রহ কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর