তীব্র গরম কাটিয়ে ঠাকুরগাঁওয়ে স্বস্তির বৃষ্টি

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-09-01 20:30:26

টানা কয়েক দিনের তীব্র গরম শেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁওয়ে বৃষ্টি হচ্ছে। বইছে ঠাণ্ডা বাতাস। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। ফলে এ জেলার মানুষের জনজীবনে ফিরেছে স্বস্তি।

বুধবার (১৫ মে) রাত সাড়ে ৮টা থেকেই বইতে থাকে ঝড়োহাওয়া। এরপরই ধীরে ধীরে শুরু হয় বৃষ্টি। রূপ নেয় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের চৌরাস্তার মোড়ে জমে ওঠে পানি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

চৌরাস্তার মোড়ে কথা হয় আরিফ নামের এক পথচারীর সঙ্গে। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘গত বেশ কয়েকদিন ছিল কড়া রোদ আর ভ্যাপসা গরম। এর মধ্যেই আজ রাতে হঠাৎ বৃষ্টির আগমন। অনেক ভালো লাগল। মনটাতে একটা শান্তি পেলাম। গরমটা অনেকটাই কমল।’

শাকিল নামের আরেকজন পথচারী বার্তা২৪.কমকে বলেন, ‘একেতো রোজার মাস। তার উপর যা গরম ছিল। রাস্তাঘাটে চলাটা অনেক কষ্টকর ছিল। এই বৃষ্টির ফলে আজ ঠাকুরগাঁওয়ের সকলেই আমার মতে অনেকটাই শান্তি পেয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর