নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল | 2023-09-01 05:35:18

নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনি মোল্যা (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (১১ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বনি মোল্যা ওই গ্রামের হাশিম মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পুরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হারুনার রশিদ মোল্যা এবং বিষ্ণুপুর গ্রামের মিহির মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার (১১ মে) সকালে বনি মোল্যার উপর প্রতিপক্ষ হারুন মোল্যার সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। দুপুরে মারা যান তিনি। নিহত বনি মোল্যা মিহির মোল্যার সমর্থক ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর