অস্ত্র মামলা: নবনির্বাচিত চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2023-08-26 09:32:15

অস্ত্র মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তিন আসামিকে খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে বসত-বাড়ি থেকে অস্ত্রসহ আটক হন জাহাঙ্গীর। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। আদেশের পরপরই আসামি জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ উদ্দিন আহমদ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন জাহাঙ্গীর আলম। তিনি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। এছাড়া তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও খবর