একদিন পর সচল বেনাপোল বন্দর

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল | 2023-09-01 06:31:07

ভারতের ২৪ পরগনায় লোকসভা নির্বাচনের কারণে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ১১টা থেকে এ পথে আমদানি-রফতানির পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া শুরু করছে। বাণিজ্য শুরুতে বন্দরে ফিরে এসেছে কর্মচঞ্চল পরিবেশ।

এদিকে আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর এলাকায় বেড়েছে যানজট। এতে আমদানি পণ্যের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীরা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বাণিজ্য সচলের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বলেন, 'দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বার্তা২৪.কম-কে জানান, সোমবার (৬ মে) ভারতের ২৪ পরগনায় লোকসভা নির্বাচনে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষের নির্দেশে বাণিজ্য বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে বাণিজ্য শুরু হলে ফের সবাই কাজে ব্যস্ত সময় পার করছেন।

এ সম্পর্কিত আরও খবর