বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ভুল রাজনীতির মাধ্যমে: হানিফ

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 06:07:51

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নেতারা সংসদে যোগ না দিয়ে কেবল ভুল করেনি, বিএনপি প্রতিষ্ঠাই হয়েছে একটা ভুল রাজনীতির মাধ্যমে। বিএনপির কোনো কালেই সুষ্ঠু রাজনীতি করার নজির নাই।’

সোমবার (০৬ মে) দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম মাঠে মাদক বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।

রোববার (৫ মে) এক স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আমরা অতীতে বলেছিলাম যে আমরা সংসদে যাব না, ওই মুহূর্তে আমাদের সেই সিদ্ধান্ত সঠিক ছিল না, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’

হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হ্যামিলিয়নের বাঁশি বাজাতে পারে, কিন্তু সেই বাঁশির পেছনে দেশের জনগণ একজনও নেই এবং থাকবে না।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ থেকে মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে জেলার যে ২১৮ জন মাদক ব্যবসায়ী এখানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছে, তাদের অবস্থা বুঝে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরপর এসব মাদক ব্যবসায়ীদের মধ্যে কেউ যদি আবার সেই অন্ধকার পথে পা বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর