হঠাৎ বসত ঘরে আগুন, পাঁচ লাখ টাকার ক্ষতি

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-30 14:41:12

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ করিম গাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির মহিউদ্দিন মানিক গাজীর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ মহিউদ্দিন মানিক গাজীর বসত ঘরে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাড়ির আরও ২০টি বসত ঘর রক্ষা পায়।

স্থানীয় বাসিন্দা সাঈদী মুরছালিন জানান, করিম গাজীর বাড়িতে প্রায় ২০টি বসত ঘর রয়েছে। তবে মানিক গাজীর ঘরের আগুন অন্যান্য ঘরে লাগেনি। তাই পুরো বাড়িটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।

মহিউদ্দিন মানিক গাজী বলেন, ‘মাত্র পাঁচ মাস পূর্বে ঘরটি করেছি। ঘরের সব ফার্নিচার নতুন ছিল। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও খবর