ভুট্টা বোঝাই ট্রাকে ৮০০ বোতল ফেনসিডিল

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-31 14:52:39

ভুট্টা বোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৪ মে) দুপুরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন ও ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল বগুড়া শহরতলীর মাটিডালী মোড় এলাকায় ট্রাক তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দিনাজপুর থেকে ২৫৫ বস্তা ভুট্টা বোঝাই করে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৮১) একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ভুট্টার বস্তার সঙ্গে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাটিডালী মোড়ে ট্রাকটি তল্লাশি করে পুলিশ। এ সময় ট্রাকের পেছনের দিকে ভুট্টার বস্তার সঙ্গে বিশেষ কায়দায় রাখা ৪টি প্লাস্টিকের বস্তায় ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ট্রাক চালক আমির হাওলাদার (৫০) এবং হেলপার নুরুন্নবীকে (২৬) গ্রেফতার করা হয়।

ডিবির এসআই নাসিম উদ্দিন বার্তা২৪.কমকে জানান, চালক ও হেলপার বাড়তি আয়ের উদ্দেশে ভুট্টার বস্তার সঙ্গে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। এর আগেও ট্রাক চালক আমির ফেনসিডিলসহ ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃতদের নামে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর