বরগুনায় আশ্রয়কেন্দ্রে দেড় লাখ মানুষ

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা, বার্তা২৪.কম | 2023-08-24 00:52:46

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় ফণী আতঙ্কে বরগুনার সাইক্লোন শেল্টারগুলোতে আসতে শুরু করেছে এখানকার উপকূলের বাসিন্দারা।

শুক্রবার (৩ মে) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে ঝড়ো বাতাসের সঙ্গে কখনো মাঝারি বর্ষণ আবার কখনো ভারী বর্ষণের কারণে আতঙ্কিত হতে থাকে এ অঞ্চলের মানুষ। এতেই সাইক্লোন শেল্টারগুলোতে মানুষের ভিড় বাড়ে। প্রায় দেড় লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে বলে বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ জানান।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'এখন পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দেড় লাখ মানুষ আশ্রয় নিয়েছে। তবে তাদের খাবারের জন্য আগেই শুকনো খাবার প্রস্তুত করে রাখা হয়েছে। সব সময় জেলা প্রশাসন তাদের মনিটরিং করছে।'

তবে প্রতিটি আশ্রয়কেন্দ্রে ৩৫০ জন করে লোক ধরার কথা থাকলেও প্রতি কেন্দ্রে প্রায় ৬ শতাধিক লোক আশ্রয় নিয়েছে। সাইক্লোন শেল্টারে আশ্রয় প্রার্থীদের জন্য শুকনো খাবার বিতরণের কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর