ফণীর প্রভাবে কক্সবাজারে ঝড়ো বৃষ্টি

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 08:41:01

বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রভাবে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। ৪-৫ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি।

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টা থেকে বৃষ্টি ও হালকা বাতাস শুরু হয়েছে। ‘ফণী’ মোকাবিলায় কক্সবাজারে উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। প্রস্তুত রাখা হয়েছে উপকুলের ৫৩৮ সাইক্লোন সেল্টার। ৪০০ মেট্রিক টন চাল ও ১০ হাজার স্বেচ্ছাসেবক।

এদিকে, সাগর উত্তাল থাকায় কাউকে সাগরের নামতে দিচ্ছে না ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। সৈকতের ১১টি পয়েন্টে এ সতর্কতা জারি করা হয়েছে।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। পাশাপাশি মাইকিং করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর