রাষ্ট্র উন্নয়নে জাতিকে শিক্ষিত করে তুলতে হবে: গওহর রিজভী

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 17:45:46

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, 'রাষ্ট্র গড়তে হলে শিক্ষার বিকল্প কিছু নেই। যে দেশের মানুষ যত শিক্ষিত তারা তত উন্নত। শিক্ষা হচ্ছে সকল কাজের চাবিকাঠি।'

বৃহস্পতিবার (২ মে) বিকেলে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব, মেধাবী, প্রমীলা শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বাবা, মা ও শিক্ষকের উদ্দেশ্যে বলেন, 'মেয়েরা যত লেখা পড়া করতে চায় আপনারা তা করাবেন। সহযোগিতা করবে সরকার।'

রিজভী বলেন, 'আজ মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাবে এটা আমাদের সময় ভাবতে অবাক লাগত। আজ বিশ্ব উন্নতি হয়েছে। সেই সাথে বাংলাদেশ ও উন্নয়নের দিকে এগিয়ে গেছে। আজ আমাদের মেয়েরা বিজিবি, পুলিশ, আর্মি, সহ বিভিন্ন অফিস আদালতে সচিব পর্যায়ে কাজ করছে। তাই আমি বলব শার্শার যে মেয়েরা আজ বাইসাইকেল নিতে এসেছ তারা সহ সকল মেয়েরা লেখা পড়া শিখে বাংলাদেশকে সুখী সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।'

তিনি সকল অভিভাবককে বাল্য বিবাহ বন্ধের আহবানও জানান।

যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, উপজেলার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান।

এ সম্পর্কিত আরও খবর