আশুলিয়ায় অপহরণের তিন দিন পর ব্যবসায়ী উদ্ধার

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, আশুলিয়া, বার্তা২৪.কম | 2023-08-11 01:01:52

অপহরণের তিনদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে অপহৃত আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাতে তাদের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বার্তা২৪. কমকে নিশ্চিত করেছেন। 

আটক দুইজন হলেন, এরশাদ হোসেন মাসুম(৩২) ও আমির হোসেন(২৮)।

অপহৃত ব্যবসায়ী আবুল হোসেন গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

অপহৃত ব্যবসায়ীর স্ত্রী রুবিনা আক্তারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, গত শুক্রবার (২৬ এপ্রিল)বিকেলে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন অপহরণকারী আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে  মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করলে আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু বার্তা২৪.কমকে জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ঘটনায় আবুল হোসেনের স্ত্রী রুবিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

 

 

 

এ সম্পর্কিত আরও খবর