পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যান

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট মানিকগঞ্জ বার্তা২৪.কম | 2023-08-13 04:12:20

ফেরি সংকটের কারণে ভোগান্তি বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায়। ফলে নৌরুট পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাণিজ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মেরামতে ছিল চারটি ফেরি। এর মধ্যে দু’টি ফেরি সচল করে সকাল থেকে চলাচল উপযোগী করে তুলা হয়।

সবশেষ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে মোট ১৪টি ফেরি চলাচল করছে। বাকী দুইটি বড় ফেরি মেরামতে থাকায় যানবাহন পারাপারে ধীরগতি হচ্ছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ও শতাধিক বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বিআইডব্লিউটিসি’র বাণিজ্য বিভাগের আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে ধীরগতি হচ্ছে। যে কারণে ঘাট এলাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, তবে ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রয়েছে। ঘাটে আসা মাত্রই পারাপার হতে পারছে এসব যানবাহন। তবে এগুলোর সঙ্গে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় দীর্ঘ ভোগান্তিতে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকরা।

এ সম্পর্কিত আরও খবর