এইচএসসি পরীক্ষার্থী হুমায়ুনের বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, গৌরীপুর (ময়মনসিংহ), বার্তা২৪.কম | 2023-08-24 19:38:31

মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হুমায়ুন কবীরের বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন করা করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামের পক্ষ থেকে দরিদ্র এই এইচএসসি পরীক্ষার্থীর বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়।

এমপির পক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সভাপতি এইচএম সারোয়ার শুক্রবার (২৬ এপ্রিল) হুমায়ুনের ঘরে সৌর বিদ্যুৎ স্থাপন করে দেন।

এর আগে গত ২২ এপ্রিল বার্তা২৪.কমে ‘ঘরে আলো নেই, বিদ্যালয়ের বারান্দার সৌরবিদ্যুতই ভরসা’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

হুমায়ুন কবীর বলেন, বার্তা২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের সূত্র ধরেই সারোয়ার ভাই আমাদের বাড়িতে সৌরবিদ্যুৎ স্থাপন করে দিয়েছেন। এখন থেকে আমাকে আর বিদ্যালয়ের বারান্দায় পড়তে হবে না। সৌরবিদ্যুতের আলোতে আমি এখন থেকে ঘরে বসেই পড়তে পারব। আমি সত্যিই খুব আনন্দিত।

আরও পড়ুন: ঘরে আলো নেই, বিদ্যালয়ের বারান্দার সৌরবিদ্যুতই ভরসা

এ সম্পর্কিত আরও খবর