নেত্রকোনায় উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নেত্রকোনা, বার্তা২৪.কম | 2023-08-31 15:59:15

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইউএসএআইডির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে ইউএসএআইডির কৃষি ও খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্জাহান মিয়াসহ আরও অনেকে।

মার্কিন রাষ্ট্রদূত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং-এর আবিষ্কৃত বিএইউ এসটিআর ডায়ার (ধান শুকানোর যন্ত্র) পরিদর্শন করেন।

ইউএনও নমিতা দে জানান, মানুষের কাছ থেকে ইউএসএআইডির উন্নয়ন কর্মসূচিগুলোর প্রভাব সম্পর্কে জানায় ছিল মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের উদ্দেশ্য। এসব কর্মসূচি কিভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করেছে তা পর্যবেক্ষণ করেন তিনি।

আরও পড়ুন: শ্যামগঞ্জে ড্রায়ার মেশিন তৈরির কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

এ সম্পর্কিত আরও খবর