রোহিঙ্গা ক্যাম্পে মসজিদসহ ৩০ ঘর পুড়ে ছাই

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-30 22:10:36

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে একটি মসজিদসহ ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নেভাতে গিয়ে ২ জন রোহিঙ্গা আহত হয়েছেন। তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উখিয়ার কুতুপালংয়ের পাঁচ নাম্বার ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

উখিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক বার্তা২৪.কমকে জানান, আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। আগুন নেভাতে গিয়ে বৃদ্ধাসহ দুইজন রোহিঙ্গা আহত হয়েছেন। ক্যাম্পে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে একটি মসজিদ ও ৩০টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বার্তা২৪.কমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রোহিঙ্গারা।

এ সম্পর্কিত আরও খবর