নুসরাত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-26 02:40:18

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও সারা বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরের এন এস রোডের পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধন পালিত হয়।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় মানবাধিকার সংরক্ষণ পরিষদ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মানবাধিকার নারী সমাজ ও মানবাধিকার নাট্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মমতাজ আরা রুমি, সহ সভাপতি কাদেরী শাকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, 'ধর্ষণ এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিচার না হওয়ার কারণে ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে। এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে নারীরা কোথাও নিরাপদ নয়। আমরা দ্রুত নুসরাত হত্যার বিচার চাই।'

বক্তারা আরও বলেন, 'নারীরা আজ কোথাও নিরাপদ নয়। ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ জন্য অবিলম্বে নুসরাতের হত্যাকারীদের ফাঁসির আওতায় আনতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর