সোনাহাট স্থলবন্দর দি‌য়ে পণ্য রফতা‌নি শুরু

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম, বার্তা২৪.কম | 2023-09-01 07:36:00

উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দি‌য়ে বাংলা‌দে‌শি পণ্য ভার‌তে রফতা‌নি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপু‌রে বাংলাদেশে তৈরি প্লা‌স্টিক পণ্য রফতা‌নির মাধ্য‌মে প্রথমবা‌রের মতো এ স্থল বন্দর দি‌য়ে পণ্য রফতা‌নির কার্যক্রম শুরু হয়।

সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গে‌ছে, সোনাহাট স্থলবন্দর‌ চালু হওয়ার পর ভারত থে‌কে পাথর ও কয়লা আমদানি চলমান ছিল। তবে এত‌দিন বাংলা‌দে‌শ থেকে কোন পণ্য ভারতে রফতা‌নি করা হয়‌নি। বৃহস্পতিবার প্রথমবা‌রের ম‌তো বাংলাদেশি পণ্য রফতা‌নির মাধ্য‌মে এ স্থ‌বিরতার অবসান হ‌লো।

প্রথমবারের মতো পণ্য রফতা‌নি উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, রংপুর বিভাগীয় ক‌মিশনার আহসানুল হক। এছাড়াও অন্যা‌ন্যের ম‌ধ্যে উপস্থিত ছি‌লেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সাসাইজ, কু‌ড়িগ্রা‌ম ও সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সোনাহাট স্থল‌বন্দ‌রের ট্রা‌ফিক ইনস্পেক্টর মো. কিব‌রিয়া জ‌লিল জানান, বন্দর‌টি চালু হওয়ার পর আজই প্রথমবা‌রের মতো বাংলাদেশি পণ্য রফতা‌নি হ‌চ্ছে। এখন থে‌কে ভারতীয় ব্যবসায়ী‌দের চা‌হিদার প্রেক্ষিতে বাংলাদেশি যে‌কোনো পণ্য ভার‌তে রফতা‌নি করতে পার‌বেন এখানকার ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও খবর